Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোটার তালিকা হালনাগাদ ২০২২
বিস্তারিত

অত্র অম্বরনগর ইউনিয়নের জাতীয় পরিচয়পত্র তথ্য হালনাগাদ কার্যক্রম আগামী ৩১শে জুলাই ২০২২ইং তারিখ হতে শুরু হবে।

জাতীয় পরিচয়পত্র তথ্য হালনাগাদ কার্যক্রমের সময়শিডিউল নিম্নে বর্ণিত হলো।


তথ্য সংগ্রহের কাজ শুরুঃ ৩১/০৭/২০২২

তথ্য সংগ্রহের কাজ শেষঃ ২০/০৮/২০২২

যারা ভোটার হতে তথ্য দিতে পারবেঃ ০১/০১/২০০৭ বা এর পূর্বে যাদের জন্ম।

৫নং অম্বর নগর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের তালিকাঃ

ওয়ার্ড- ১ঃ মাঈন উদ্দিন ০১৮৩২৪২৫১০০

ওয়ার্ড- ২ঃ মঞ্জুরুল হাসান বাপ্পি ০১৬২৬৩৯৭০৩৯

ওয়ার্ড- ৩ঃ মোরশেদ আলম ০১৭২৭৫২৫৭৮৪

ওয়ার্ড- ৪ঃ আজিজুর রহমান ০১৮২৯৬০৪৪০৭

ওয়ার্ড-৫ঃ সাহাব উদ্দিন শিহাব ০১৮১৩১৯১৮৬৬

ওয়ার্ড- ৬ঃ জেসমিন আক্তার ০১৭২২০৪০০২৭

ওয়ার্ড-৭ঃ মোশারেফ হোসেন মামুন ০১৮৭৯৭৫০৬৪৫

ওয়ার্ড-৮ঃ মিজানুর রহমান ০১৮১৮৯১৫৬৬৪

ওয়ার্ড-৯ঃ এনামুল হক ০১৮২১৮৬৭০২৯


আপনার ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত শিক্ষককে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করুন। যারা ভোটার হননি নিজে ভোটার হোন অন্যকে ভোটার হতে সাহায্য করুন।


নতুন ভোটার হতে নিচে প্রদত্ত কাগজপত্র আগেই সংগ্রহ করে রাখুন। যা যা দরকার তা হলোঃ


১। ০১/০১/২০০৭ বা এর পূর্বে জন্ম হতে হবে।

২। অনলাইন জন্ম নিবন্ধন এর ফটোকপি

৩।  চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদ

৪। মা-বাবার NID কার্ডের ফটোকপি

৫। স্বামী/স্ত্রীর NID এর ফটোকপি (যদি বিবাহিত হয়) 

৬। শিক্ষাগত যোগ্যতার সনদের  ফটোকপি। (যদি সার্টিফিকেট থাকে তাহলে SSC/JSC/PSC যে কোন একটি পরীক্ষার সনদ দিতে হবে)

৭। একটি সক্রিয় মোবাইল নম্বর

৮। যারা স্বামীর এলাকায় বা অন্য এলাকায় ভোটার হতে চায় তারা চেয়ারম্যানের প্রত্যয়ন জমা দিতে হবে।

৯। পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে, তবে যারা প্রবাসী তারা বাধ্যতামূলক পাসপোর্টের ফটোকপি দিতে হবে)

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/07/2022
আর্কাইভ তারিখ
22/08/2022