অম্বরনগর ইউনিয়ন এর সংক্ষিপ্ত ইতিহাস
অম্বরনগর ইউনিয়নের নামকরণের ইতিহাস সঠিকভাবে জানা যায়নি। জনশ্রুতি মতে, আজ থেকে প্রায় ৭০০ বছর আগে সূদুর বাগদাদ থেকে ভারতীয় উপমহাদেশে ৩৬০জন আউলিয়া আগমন করেন। তাঁদের মধ্যে “মিয়া অম্বর শাহ” ও “অম্বর শাহ” দুই ভাইসহ তাদের সঙ্গে কিছু সহযোগী ধর্মপ্রচারকরা নোয়াখালী অঞ্চলে আসেন বড় নৌকা যোগে। প্রথমে এই অঞ্চলে আসতে পথিমধ্যে তাদের নৌকা আটকে পড়ে ছিল বর্তমানের বজরা নামক স্থানে। তখন হতে মিয়া অম্বর শাহও অম্বর শাহদুই সহোদর এই অঞ্চলে বসবাস শুরু করেন এবং ইসলাম ধর্ম প্রচারেরকাজে মনোনিবেশ করেন। তন্মধ্যে জনশ্রুতি মতে জানা যায়, অম্বর শাহ ধর্ম প্রচার করতে করতে পূর্ব দিকে চলে আসেন এবং বর্তমান অম্বরনগর গ্রামে অবস্থান করেন। তিনি অম্বরনগর গ্রামে দীর্ঘদিন বিচরণ করে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার কাজে নিয়োজিত ছিলেন। অম্বরনগরগ্রামেই তিনি সংসার জীবন অতিবাহিত করেন। ধর্ম প্রচার ও প্রসারের মাধ্যমেই তাঁর জীবন অতিবাহিত হয় এবং জীবনাবসান ঘটে। তাই এই প্রখ্যাত আউলিয়ার নামানুসারেই অম্বরনগর গ্রামের নামকরণ করা হয় এবং পরে তা ইউনিয়নের নামে রুপান্তর করা হয়।
সংগ্রহে- আবু সাঈদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস